জেনে নিন এন্ড্রয়েড মোবাইল ফোনের গুরুত্বপুর্ন কিছু গোপন কোড

প্রিয় বন্দুরা আপনারা কেমন আছেন,আসা করি ভালো আছেন । আমরা অনেকেই এন্ড্রয়েড ফোন”  ফোন ব্যাবহার করি কিন্তু এর গোপন কোডগুলি আমরা জানি না । আজ আপনাদের জানাব এন্ড্রয়েড ফোনের গোপন কোডগুলি যেগুলি না জানলেই না হয় ।

*#06# – IMEI নম্বর *2767*3855#- ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে) *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য *#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড *#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড *#9900# – সিস্টেম ডাম্প মোড *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন *#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু *#7465625#- ফোন লক স্ট্যাটাস *#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে *2767*3855#- ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করুনবে *#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

Comments

  1. Harrah's Resort Atlantic City - Mapyro
    Find 김해 출장안마 Harrah's 김포 출장마사지 Resort 양주 출장안마 Atlantic 슬롯 나라 City, New Jersey, United States, ratings, photos, prices, expert advice, traveler reviews and 태백 출장마사지 tips, and more information from

    ReplyDelete

Post a Comment