মোবাইল কিনছেন অথবা কিনবেন? তাহলে দেখে নিন ৫ হাজার টাকার মধ্যে অসাধারণ সব অ্যান্ড্রয়েড ফোন এবং বেছে নিন আপনারটি!

সবাই আমার পক্ষ ত্থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আশা করছি আপনারা সকলে ভাল আছেন। আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছে কম দামে অর্থাৎ বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন। আমি এটাকে শুধুমাত্র বাজেটের মধ্যে রেখে বিবেচনা করিনি – নির্দিষ্ট বাজেটের ভিতরে যেসব ডিভাইস বাজারে জনপ্রিয়তা পেয়েছে এবং মানসম্পন্ন ডিভাইস সেগুলোকে নিয়েই আমি এই লিস্ট তৈরি করেছি। আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।

সল্প বাজেটে অ্যান্ড্রয়েড ফোনের কথা চিন্তা করলে প্রথমেই চলে আসবে সিম্ফোনির কথা। এই মোবাইল কোম্পানিটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে বাজারে। আমি সিম্ফোনির দুইটি ডিভাইস ইউজ করেছি এবং দাম অনুযায়ী সেটের মান আমার কাছে মন্দ লাগেনি।
Symphony Xplorer E5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেডডিসপ্লে: ৩.৫ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর
জিপিইউ:
র‍্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: নেই
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ২,৬৯০ টাকা।
Symphony Xplorer E25
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাটডিসপ্লে: ৩.৫ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মাইলি-৪০০
র‍্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৯৯০ টাকা।
Symphony Roar V25
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৬৯০ টাকা।
সিম্ফোনি পরে অথবা আগে যেই নামটা অবশ্যই আসবে সেটা হচ্ছে ওয়াল্টন! বলাই বাহুল্য (তাও বলছি) এই কোম্পানিটি তাদের মোবাইল ডিভাইসগুলির মাধ্যমে বাংলাদ্দেশের বাজারে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমি নিজে ওয়াল্টন এর তিনটি ডিভাইস ইউজ করেছি। প্রথম দুইটি বেশ ভালই চলছিলো তবে তিন নাম্বার ডিভাইসে সমস্যা দেখা দিলো। সেই সমস্যা ঠিক করতে কাস্টোমার কেয়ারে নিয়ে গেলে তারা আমাকে মোবাইল ফেরত দেয় ৪৯ দিন পর এবং মোবাইল ফেরত নেয়ার পরে আমার চক্ষু চড়কগাছে পরিণত হয়। যেই মোবাইল আমি তাদেরকে দিয়েছিলাম তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই! ডিভাইসের বিভিন্ন দিকে ফাটা, ডিসপ্লেতে স্ক্র্যাচ, ব্যাটারির স্টিকার ওঠানো এবং দুইটা স্ক্রুই নেই! আমি তাদেরকে এই জিনিস দেখিয়ে অভিযোগ জানালে তারা আমাকে বলল, এখানে তাদের কিছুই করার নেই। যাই হোক, যেই সমস্যা ঠিক করতে দিয়েছিলাম তার চেয়ে বেশি সমস্যা তারা নিজ দায়িত্বে তৈরি করে দিয়েছে। ওয়াল্টন এর মোবাইল এর মান সিম্ফোনির মতোই, তেমন একটা পার্থক্য নেই যেহেতু এই দুটি কোম্পানিই চায়না থেকে মোবাইল রিব্র্যান্ডিং করে বিক্রি করে। তবে, ওয়াল্টন এর কাস্টোমার কেয়ার আমার কাছে ভাল লাগেনি।
৫০০০ টাকার মধ্যে ওয়াল্টন এর কিছু দারুণ এবং আকর্ষণীও সেট বাজারে রয়েছে। চলুন সেগুলো দেখে নিই।
Walton Primo C3
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাটডিসপ্লে: ৩.৫ ইঞ্চি টিএফটিসিপিইউ: ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ২৫৬ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৫১২ মেগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ১.৩ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: নেই
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৩০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৩,৫৯০ টাকা।
Walton Primo D5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি টিএফটি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ১,৪০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৪৭০ টাকা।
Walton Primo EM
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪ ইঞ্চি
সিপিইউ: ১.২ গিগাহার্টজ কোয়াড কোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম
ব্যাটারি: ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার মূল্য: ৪,৯৪০ টাকা।
Walton Primo E5
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
ডিসপ্লে: ৪.৫ ইঞ্চি
সিপিইউ: ১ গিগাহার্টজ ডুয়েল কোর
জিপিইউ: মালি-৪০০
র‍্যাম: ৫১২ মেগাবাইট
ইন্টারনাল মেমোরি: ৪ গিগাবাইট
এক্সটারনাল মেমোরি: ৩২ গিগাবাইট পর্যন্ত
রিয়ার ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ভিজিএ
সিম: ডুয়েল সিম


Comments